১২ সেপ্টেম্বর ২০২৫, ০৫:১১ পিএম | আপডেট: ১২ সেপ্টেম্বর ২০২৫, ০৫:১১ পিএম মাঠে ধারাবাহিক পারফরম্যান্সের দারুণ এক অর্জন যোগ হলো লিটন কুমার দাসের সাফল্যের মুকুটে। টি-টোয়েন্টিতে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ছক্কার মালিক এখন এই স্টাইলিশ কিপার-ব্যাটার। আবু ধাবিতে বৃহস্পতিবার রাতে এশিয়া কাপের ১৭তম আসরে ‘বি’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে হংকংয়ের বিপক্ষে ম্যাচে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ছক্কার রেকর্ড গড়েন লিটন। হংকংয়ের বিপক্ষে খেলতে নামার আগে টি-টোয়েন্টিতে লিটনের ছক্কা ছিল ৭৭টি। ২০২৪ সালের অক্টোবরে আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসর নেওয়া মাহমুদুল্লাহও ছক্কা মেরেছেন ৭৭টি। এশিয়া কাপে বাংলাদেশের প্রথম ম্যাচে ব্যাট হাতে ৬টি চার ও ১টি ছক্কায় ৩৯ বলে ৫৯ রান করেন তিনি। এই ইনিংসে ১টি ছক্কা মেরে মাহমুদুল্লাহকে টপকে শীর্ষে ওঠেন লিটন। ক্যারিয়ারে এ পর্যন্ত ১১১ ম্যাচে ৭৮টি ছক্কা মেরেছেন লিটন। ১৪১ ম্যাচে ৭৭...