শিশুর কান্না শুনে মানুষের দেহের তাপমাত্রা বেড়ে যেতে পারে বলে উঠে এসেছে সাম্প্রতিক এক গবেষণায়। গবেষকরা বলছেন, কাঁদতে থাকা কোনো অসহায় শিশুর কান্না পুরুষ ও নারী উভয়ের মধ্যেই দ্রুত এক ধরনের আবেগনির্ভর প্রতিক্রিয়া বা সাড়া তৈরি করে, যা মানবদেহের তাপমাত্রা পর্যন্ত বাড়িয়ে দিতে পারে। গবেষণায় তাপমাত্রা নির্ণায়ক যন্ত্র ‘থার্মাল ইমেজিং’-এর মাধ্যমে দেখা গিয়েছে, মানুষকে যখন শিশুর কান্নার রেকর্ড শোনানো হলে তাদের মুখের রক্ত প্রবাহ বেড়ে যায়। ফলে তাদের ত্বকের তাপমাত্রাও বৃদ্ধি পায়। গবেষণায় দেখা গেছে, শিশুরা যখন বেশি কষ্টে থাকে, তখন তাদের কান্না আরও উচ্চকণ্ঠ ও বেসুরো শোনায়। কারণ সেই সময়ে শরীরের প্রতিক্রিয়া একসঙ্গে এবং আরও তীব্রভাবে কাজ করে। এতে বোঝা যায়, শিশুর কান্নায় কিছু বিশেষ বৈশিষ্ট্য আছে, যা ব্যথা পেলে আরও স্পষ্ট হয়ে ওঠে। আর তখন স্বাভাবিকভাবেই মানুষ সেই...