কক্সবাজার টেকনাফের সাবরাং সীমান্তে অভিযান চালিয়ে মানবপাচারকারী চক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার (১২ সেপ্টেম্বর) বিকেলে টেকনাফ ব্যাটালিয়নের (২ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান বিষয়টি নিশ্চিত করেন। গ্রেপ্তাররা হলেন- টেকনাফ সদরের দক্ষিণ লম্বরি এলাকার সৈয়দ আলম, মো. আব্দুল্লাহ, মো. রিদুয়ান হোসেন, নুরুল আফসার, আব্দুল হাকিম। লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান জানান,বেশ কিছু দিন যাবত কয়েকটি সংঘবদ্ধ চক্র স্থানীয় কিছু প্রভাবশালী ব্যক্তির ছত্রছায়ায় মায়ানমার হতে বাংলাদেশে মানব ও মাদক পাচার এবং বাংলাদেশ হতে মায়ানমার হয়ে মালয়েশিয়া পর্যন্ত মানবপাচারের মতো জঘন্য অপরাধ করে আসছে। যার পরিপ্রেক্ষিতে,গেল ১০ সেপ্টেম্বর গভীর রাতে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অধিনায়কের নেতৃত্বে...