তীব্র সরকারবিরোধী বিক্ষোভের জেরে নেপালের প্রধানমন্ত্রী কে পি শর্মা অলির পদত্যাগের পর দেশটির অন্তর্বর্তী সরকারপ্রধান হিসেবে সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কিকে নিয়োগ দেওয়া হতে পারে। বার্তা সংস্থা রয়টার্স বিভিন্ন সূত্রের বরাত দিয়ে শুক্রবার এই খবর জানিয়েছে। এর আগে ব্যাপক দুর্নীতিবিরোধী বিক্ষোভের মুখে প্রধানমন্ত্রী পদ থেকে সরে দাঁড়ান অলি। কয়েক বছর পর দেশটিতে সামাজিক যোগাযোগমাধ্যম বন্ধ করার প্রতিবাদে তীব্র বিক্ষোভ ছড়িয়ে পড়ে। এই বিক্ষোভ এক পর্যায়ে বড় ধরনের সহিংসতায় রূপ নেয়, যাতে ৫০ জনের বেশি মানুষের প্রাণহানি হয়। ১ হাজার ৩০০ জনের বেশি মানুষ আহত হন। তবে অলির পদত্যাগের পর সহিংসতা কিছুটা কমে আসে। নিহতদের মধ্যে ২১ জন বিক্ষোভকারী, নয়জন কারাবন্দী, তিনজন পুলিশ কর্মকর্তা এবং ১৮ জন অন্যান্য ব্যক্তি ছিলেন বলে পুলিশ জানিয়েছে। বার্তা সংস্থা রয়টার্স বলছে, নেপালের প্রেসিডেন্ট রামচন্দ্র পৌদেল...