কানাডায় বসবাসরত বাংলাদেশিদের জন্য রাজধানী অটোয়ায় ভোটার নিবন্ধন ও স্মার্ট জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সেবা কার্যক্রম চালু হয়েছে। বৃহস্পতিবার এ কার্যক্রমের উদ্বোধন করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, অটোয়ায় বাংলাদেশ হাই কমিশনের এ আয়োজনে নিবন্ধিত কয়েকজন বাংলাদেশি প্রবাসীর হাতে স্মার্ট এনআইডি কার্ড তুলে দেন সিইসি। উদ্বোধন অনুষ্ঠানে তিনি বলেন, “গণতন্ত্রকে অন্তর্ভুক্তিমূলক করতে হলে বিশ্বের যেকোনো প্রান্তেই থাকুক না কেন প্রত্যেক নাগরিকের ভোটাধিকার প্রয়োগের সুযোগ থাকা অপরিহার্য। রেমিট্যান্স প্রেরণ, বিনিয়োগ ও প্রযুক্তি স্থানান্তরের মাধ্যমে দেশের উন্নয়নের অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ অবদান রাখা প্রবাসীদের দেশের ভবিষ্যৎ নির্ধারণে সরাসরি অংশগ্রহণের সুযোগ নিশ্চিত করা অত্যাবশ্যক।” বিজ্ঞপ্তিতে বলা হয়, নির্বাচন কমিশনের এ উদ্যোগের মাধ্যমে প্রবাসীরা অটোয়ায় হাই কমিশন ও টরন্টোয় কনস্যুলেট জেনারেলসহ...