“আমি এই মৃত্যুর বিচার চাই। আমি আমার সহকর্মীর লাশের উপর দিয়ে ভোট গণনা করতে চাই না”—এমন স্পষ্ট ও আবেগময় ভাষায় প্রতিবাদ জানিয়েছেন নওয়াব ফয়জুন্নেছা হলের রিটার্নিং কর্মকর্তা এবং ইতিহাস বিভাগের সহযোগী অধ্যাপক ড. সুলতানা আক্তার। শুক্রবার বিকেল ৪টায় ভোট গণনার কক্ষে মাইকে দেওয়া এক বক্তব্যে তিনি বিশ্ববিদ্যালয় প্রশাসনের অব্যবস্থাপনাকে দায়ী করেন এবং ভোট গণনা বন্ধের দাবি জানান। ড. সুলতানা বলেন, “আপনারা যদি সনাতনী পদ্ধতিতে ভোট গণনা করেন, তাহলে আমাদের আগে জানানো হলো না কেন? আমরা তাহলে নিজ নিজ হলে প্রস্তুতি নিতে পারতাম। আমরা ওয়েমার মেশিন ছাড়া ভোট গণনা করতে পারি না।” তিনি জানান, গণনার জন্য নিযুক্ত পোলিং কর্মকর্তারা কেউ অসুস্থ, কেউ অনুপস্থিত। এক পোলিং কর্মকর্তাকে ফোন করলে তিনি বলেন, “ম্যাডাম, আপনি কি আমাকে চাকরি দিয়েছেন?” এ বিষয়ে ক্ষোভ প্রকাশ করে...