জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনে ভোট গণনার সময় অসুস্থ হয়ে মৃত্যুবরণ করা চারুকলা বিভাগের প্রভাষক জান্নাতুল ফেরদৌসের (৩২) নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১২ সেপ্টেম্বর) বেলা সোয়া একটার দিকে জুমার নামাজের পর কেন্দ্রীয় খেলার মাঠে এ জানাজা সম্পন্ন হয়। এদিন সকালে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে গণনার কাজে অংশ নিতে এসে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন জান্নাতুল ফেরদৌস। তাৎক্ষণিকভাবে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। অকস্মাৎ এ মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে ভোট গণনা কক্ষে উপস্থিত নির্বাচনী কর্মকর্তাদের মধ্যে নেমে আসে শোকের ছায়া। অনেকেই কান্নায় ভেঙে পড়েন। সহকর্মীর এমন অপ্রত্যাশিত বিদায়ে ভোট গণনার পরিবেশ মুহূর্তেই ভারী হয়ে ওঠে। এ সময় নির্বাচন কমিশনার রেজওয়ানা করিম মাইকে ঘোষণা দিয়ে বলেন, এমন পরিস্থিতিতে আমি আপনাদের সবার কাছে...