ভারতের হিন্দি সিনেমা ও সিরিয়ালের পরিচিত মুখ অভিনেত্রী কারিশমা শর্মা এক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন। মুম্বাইয়ের লোকান ট্রেন থেকে লাফ দিয়ে তিনি পড়ে গিয়ে মাথা ও পিঠে আঘাত পেয়েছেন। বর্তমানে মুম্বাইয়ের এক হাসপাতালে চিকিৎসাধীন এই অভিনেত্রী নিজেই সোশ্যাল মিডিয়ায় দুর্ঘটনার খবর জানিয়েছেন।গত বুধবার শুটিংয়ের জন্য চার্চগেট যাচ্ছিলেন কারিশমা। নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে তিনি লিখেছেন, ‘আমি সেদিন শাড়ি পরেছিলাম। লোকাল ট্রেনে উঠতেই ট্রেন দ্রুত গতি পায়। তখন বুঝতে পারি, আমার বন্ধুরা উঠতে পারেনি। আতঙ্কে আমি লাফ দিই, কিন্তু ভারসাম্য রাখতে না পেরে পিঠের ওপর পড়ি এবং মাথায় আঘাত পাই।’ কারিশমা জানান, তাঁর মাথা ফুলে গেছে, পিঠে আঘাত লেগেছে এবং শরীরজুড়ে চোটের চিহ্ন রয়েছে। চিকিৎসকেরা এমআরআই করার পরামর্শ দিয়েছেন এবং আপাতত তাঁকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। ভক্তদের উদ্দেশে তিনি লিখেছেন, ‘আমার জন্য দোয়া করবেন।...