৫২ ঘণ্টা পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) অনশনরত শিক্ষার্থীদের শরবত পান করিয়ে অনশন ভাঙালেন উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার। শুক্রবার (১২ সেপ্টেম্বর) বিকাল ৪টায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিসের সামনে ৭ দফা দাবিতে অনশনরত ৯ শিক্ষার্থী উপাচার্যের আশ্বাসে অনশন থেকে সরে আসেন। বুধবার দুপুর ১২টায় বিভিন্ন সংগঠনের ৯ শিক্ষার্থী অনশনে বসেন। অনশনরত শিক্ষার্থীরা হলেন- বাংলা বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের সংগঠক ধ্রুব বড়ুয়া, ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও পাহাড়ি ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক সুদর্শন চাকমা, ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ওমর সমুদ্র, সঙ্গীত বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও বিপ্লবী ছাত্রমৈত্রীর চবি শাখার সভাপতি জশদ জাকির, ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও বিপ্লবী ছাত্র যুব আন্দোলনের সংগঠক ঈশা দে, স্পোর্টস সায়েন্স বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও বিপ্লবী ছাত্রমৈত্রীর সাংগঠনিক সম্পাদক রাম্রা সাইন মারমা, ইংরেজি বিভাগের...