আমি আমার সহকর্মীর লাশের উপর দিয়ে ভোট গণনা করতে চাই না বলে জানিয়েছেন নওয়াব ফয়জুন্নেছা হলের রিটার্নিং কর্মকর্তা ও ইতিহাস বিভাগের শিক্ষক অধ্যাপক ড.সুলতানা আক্তার। তিনি প্রশ্ন করেন, আপনারা কি শিক্ষকের লাশের উপর দিয়ে এই রেজাল্ট চান? এছাড়াও তিনি সনাতনী পদ্ধতি নয় বরং ওয়েমার মেশিনে ভোট গণনার দাবি করেন ।শুক্রবার বিকাল চারটায় ভোট গণনার কক্ষে মাইকে এই দাবি করেন তিনি।ইতিহাস বিভাগের শিক্ষক অধ্যাপক ড.সুলতানা আক্তার বলেন, আমি আমার সহকর্মীর মৃত্যুতে ভোট গণনা বন্ধ চাই, সনাতনী নয় ওয়েমার মেশিনে ভোট গণনার জোর দাবি করছি। মতবিনিময় সভায় কেন আমাদের বলা হয়েছিল যে, ভোট গণনার সময় আসতে হবে না আপনারা শুধু রিটার্নিং কর্মকর্তা হিসেবে কাজ করলেই হবে। আপনারা এসে শুধু রিটার্নিং কর্মকর্তার স্বাক্ষর দিয়ে যাবেন। আমি আমার একজন পোলিং কর্মকর্তাকে কল দিয়েছি তিনি...