বাংলাদেশ স্টাইলে জেন-জি অভ্যুত্থানে পতন ঘটেছে নেপালের সরকারের। দেশটিতে দুর্নীতির অভিযোগে অভিযুক্ত মন্ত্রী-এমপিরা এখন জীবন-সংশয়ে। কাঠমান্ডুতে নজিরবিহীন সেসব ঘটনার ছবি-ভিডিও এশিয়ায় ব্যাপক হারে ভাইরালের পর এ নিয়ে কথা বলছেন ভারতের বিরোধী দলের নেতাকর্মীরা। সে তালিকায় যোগ হলেন বিজেপি নেতা অর্জুন সিং।তিনি উত্তর ২৪ পরগনার বারাকপুরের সাবেক বিজেপি সংসদ সদস্য। বৃহস্পতিবার এ নেতা বলেন, রক্তপাত ছাড়া কোনো দুর্নীতিগ্রস্ত শাসন শেষ হয় না। পশ্চিমবঙ্গের যুবসমাজকে ‘নেপাল থেকে শিক্ষা নেওয়ার’ আহ্বান জানান তিনি।অর্জুন সিং বলেন, ‘পশ্চিমবঙ্গের এই দুর্নীতিগ্রস্ত সরকারকে পরাস্ত করার জন্য বাংলার যুবসমাজ কখন জাগবে? আমরা অপেক্ষা করছি। রক্তপাত ছাড়া কোনো দুর্নীতিগ্রস্ত শাসন শেষ হয় না। অনেকেই বলেছেন যে, (মহাত্মা) গান্ধীজি গান বাজিয়ে দেশ স্বাধীন করেছিলেন। আমি ব্যক্তিগতভাবে এতে বিশ্বাস করি না। পশ্চিমবঙ্গে যে দুর্নীতি তার তুলনায় নেপালের ১০ শতাংশ দুর্নীতিতে যুবসমাজ...