ফুসফুসের অসুস্থতা ইস্যুতে সাম্প্রতিক সময়ে আরশ খান বেশ চর্চায় রয়েছেন গণমাধ্যমে। তার সুস্থতা নিয়ে তৈরি হয়েছে কিছু শঙ্কা আর ভুলবোঝাবুঝিও। তবে সেসব কাটিয়ে আরশপ্রেমীদের জন্য এলো আনন্দের খবর! মুক্তি পাচ্ছে এই অভিনেতার নতুন নাটক ‘আরেক জন্মে’। এতে অভিনেতাকে পাওয়া যাবে কেয়ারলেস প্রেমিক শুভর চরিত্রে। আর প্রেমিকা নীলা চরিত্রে দেখা যাবে সুনেরাহ বিনতে কামালকে। সাংবাদিক ও সাহিত্যিক ইশতিয়াক আহমেদের গল্প, চিত্রনাট্য ও নির্মাণে এই নাটকের গল্পটা এমন, শুভ ও নীলার প্রেমটা অনেক বছরের। কিন্তু নীলার প্রতি শুভর একটা খাপছাড়া কেয়ারিং ছিলো সবসময়। নীলা ডাকলে শুভকে পেতো না যথাসময়ে। কেন যেন একটা টিউন হচ্ছিলো না দুজনের। এরপর গল্পের বাঁক ঘোরে নীলার মামার চরিত্রের মাধ্যমে। নাটকটি প্রসঙ্গে নির্মাতার ভাষ্য এমন, আমি আসলে কাগজে হোক আর ভিজ্যুয়াল হোক, বরাবরই একটা ভিন্ন গল্প...