কিছুদিন ধরেই আলোচনায় দেশদ্রোহীতার অভিযোগ কাঁধে নিয়ে দেশ ছাড়বেন সার্বিয়ার টেনিস কিংবদন্তি নোভাক জোকোভিচ। দেশটিতে সরকারবিরোধী ছাত্র আন্দোলন জোরালভাবে চলছে মাসব্যাপী। সেটির পক্ষে থাকায় জোকোকে দেশদ্রোহী বলছে সরকারপক্ষ এবং সার্বিয়ার গণমাধ্যম। এবার গ্রিসের গণমাধ্যম খবর দিল, সার্বিয়া ছেড়ে গ্রিসে পাড়ি জমিয়েছেন ২৪টি গ্র্যান্ড স্লামজয়ী জোকো। সার্বিয়ার প্রেসিডেন্ট আলেক্সান্ডার ভুসিচের সরকারের দুর্নীতিবিরোধী আন্দোলনে নেমেছে ছাত্র-জনতা। ২০২৪ সালের নভেম্বরে একটি রেল স্টেশনের ছাদ ধসে ১৬ জনের মৃত্যুর পর থেকে সার্বিয়ার সরকারবিরোধী আন্দোলন শুরু হয়। এখনও চলছে যে আন্দোলন, যার পাশে দাঁড়িয়েছেন সার্বিয়ান টেনিস কিংবদন্তি। কদিন আগে ইউএস ওপেনের সেমিফাইনালে জোকো হেরে যান কার্লোস আলকারাজের কাছে। তার পরই ৩৮ বর্ষী জোকার পরিবারের সাথে স্থায়ীভাবে গ্রিসের অ্যাথেন্সে চলে গেছেন। সার্বিয়ার রাষ্ট্রপতি আলেক্সান্ডার ভুসিচ তাকে বিশ্বাসঘাতক আখ্যা দেয়ার পর চলে গেলেন জোকোভিচ। জোকোভিচ বেলগ্রেড ছেড়ে...