নেপালে বিক্ষোভের মুখে সরকার পতনকে ঐতিহাসিক বিপ্লব বলছেন কাঠমান্ডুর বাসিন্দারা। কেউ আশাবাদী হলেও, কেউ আবার জানিয়েছেন আতঙ্কের কথা। এ ছাড়া একজন দুর্নীতিমুক্ত নেতার স্বপ্ন দেখছে দেশটির নতুন প্রজন্মের তরুণরাও। বার্তা সংস্থা রয়টার্স বলছে, ব্যাপক বিক্ষোভ-সহিংসতা পর থমথমে পরিস্থিতি বিরাজ করছে নেপালের রাজধানী কাঠমান্ডুতে। সড়কজুড়ে ধ্বংসযজ্ঞের ছাপ স্পষ্ট। দেখা মিলছে পোড়া যানবাহন ও ভবনের। পরিস্থিতি নিয়ন্ত্রণে কঠোর ব্যবস্থা নেওয়ারও হুঁশিয়ারি দিয়েছেন দেশটির সেনাপ্রধান অশোক রাজ সিগদেল। এরপরও কিছু কিছু জায়গা থেকে পাওয়া যাচ্ছে অগ্নিসংযোগ ও ভাঙচুরের খবর। সরকারের পতনের পর মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন রাজধানীবাসী। তরুণদের এই আন্দোলনকে ঐতিহাসিক বিপ্লব আখ্যা দিচ্ছেন নেপালিরা। অনেকে বলছেন, এই আন্দোলন তাদের জাগিয়ে তুলেছে এবং নাগরিকদের প্রাপ্য অধিকার আদায়ের পথ খুলে দিয়েছে। আবার অনেকে মনে করছেন, এখনো পরিস্থিতি উত্তেজনাপূর্ণ এবং ভবিষ্যৎ অনিশ্চিত। এর মধ্যে একজন বলেন,...