শিশুদের খেলাধুলা নিয়ে আজকাল অভিভাবকদের আগ্রহ আগের যেকোনো সময়ের চেয়ে বেশি। কিন্তু খেলাধুলা মানেই শুধু ক্রিকেট-ফুটবল নয়। নতুন প্রজন্ম এখন পছন্দ করে ব্যতিক্রমী খেলাধুলা। তারই একটি উজ্বল উদাহরণ রাজধানীর একটি কারাতে প্রশিক্ষণ কেন্দ্র সি সিটি ক্লাবের ছোট্ট ছাত্র ফাইয়াজ। বয়স মাত্র আট বছর পেরিয়েছে, অথচ তার চোখে মুখে একটাই স্বপ্ন—একদিন বাংলাদেশের হয়ে আন্তর্জাতিক কারাতে চ্যাম্পিয়নশিপে দেশের পতাকা উড়িয়ে আনা। ফাইয়াজের বাবা-মা জানান, মাত্র পাঁচ বছর বয়সে খেলাধুলার প্রতি তার ঝোঁক তৈরি হয়। বাড়ির আশেপাশের খেলাধুলায় সবসময় সবচেয়ে সক্রিয় থাকত ফাইয়াজ। একদিন টেলিভিশনে একটি আন্তর্জাতিক কারাতে প্রতিযোগিতা দেখে সে মুগ্ধ হয়ে যায়। তখনই সিদ্ধান্ত নেয় যে সে কারাতে শিখবে। বাবা-মাও তার আগ্রহকে উৎসাহ দিয়ে ভর্তি করিয়ে দেন ‘সি সিটি ক্লাবে’র জুনিয়র ব্যাচে। ক্লাবের কোচ মাস্টার হাবিবুর রহমান বলেন, “ফাইয়াজ খুব মনোযোগী।...