ঢাকা: মঙ্গলে কোটি কোটি বছর আগে প্রাণের অস্তিত্ব থাকতে পারে—এমন সম্ভাব্য প্রমাণ খুঁজে পেয়েছে নাসার পার্সিভিয়ারেন্স রোভার। মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা দাবি করেছে, রোভারের পাঠানো সর্বশেষ তথ্য গ্রহটিতে প্রাচীনকালে প্রাণ ছিল কি না, সে প্রশ্নে নতুন আলো ফেলছে।গবেষকদের মতে, এটি এখন পর্যন্ত মঙ্গলে প্রাণের অস্তিত্ব নিয়ে পাওয়া সবচেয়ে শক্তিশালী প্রমাণ। গ্রহবিজ্ঞানের দৃষ্টিতে এটি এক ঐতিহাসিক মুহূর্ত হিসেবে দেখা হচ্ছে। এই আবিষ্কার ভিনগ্রহে জীবনের অস্তিত্ব খোঁজার আশা আরও জোরদার করেছে।নাসার এই আবিষ্কারের মূলে রয়েছে একটি পাথরের নমুনা। যার নাম দেয়া হয়েছে ‘স্যাফায়ার ক্যানিয়ন’। এটি ২০২৪ সালের জুলাই মাসে চেয়াভা ফলস নামে পরিচিত একটি সমুদ্র পাড় থেকে সংগ্রহ করা হয়। এই এলাকা জেজেরো ক্রেটারের ঐতিহাসিক নদীপথের অংশ, যা কোটি কোটি বছর আগে পানিতে ভরপুর ছিল।এ সংক্রান্ত গবেষণা প্রকাশ পেয়েছে বিজ্ঞানভিত্তিক জার্নাল...