এশিয়ান ক্রিকেটে ভারত-পাকিস্তান ম্যাচ মানেই রোমাঞ্চ। ম্যাচের পরতে পরতে থাকে উত্তেজনা। ভারত-পাকিস্তান ম্যাচ দেখার জন্য ভক্ত-সমর্থকদের অপেক্ষার প্রহর গুণতে হয়। তার মূল কারণ ভারতের একঘেয়েমি। তারা রাজনীতিকে খেলায় টেনে এনে প্রতিবেশী দেশ পাকিস্তানের সঙ্গে খেলতে অনীহা প্রকাশ করে। প্রতিবেশী দেশ হিসেবে দুই দেশের সীমান্ত নিয়ে ঝুট-ঝামেলা থাকতেই পারে। সেটা দুই দেশের পরাষ্ট্রমন্ত্রণালয় দেখবে। সেখানে খেলোয়াড়দের মাথা না ঘামানোই বেটার! কিন্তু ভারতীয় ক্রিকেটাররা, খেলার সঙ্গে রাজনীতিকে গুলিয়ে মাঠের লড়াইকে করেছে কলুষিত। মূলত এ কারণেই ২০১৩ সালের পর থেকে পাকিস্তানের সঙ্গে দ্বিপাক্ষিক সিরিজ খেলছে না ভারত। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) ও এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) টুর্নামেন্ট ছাড়া ভারত-পাকিস্তানের লড়াই দেখা যাচ্ছে না। সবশেষ গত জুলাই মাসে অবসরে যাওয়া তারকাদের নিয়ে ‘ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লেজেন্ডস’ লিগের আয়োজন করা হয়। সাবেকদের সেই সৌহার্দ্য-সম্প্রীতির বন্ধন...