কুমিল্লায় চান্দিনায় মাহে রবিউল আউয়াল উপলক্ষে নাতে রাসূল, বক্তৃতা, রচনা প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। গতকাল বৃহস্পতিবার দুপুরে চান্দিনা আল আমিন ইসলামিয়া কামিল মাদ্রাসা ও এতিমখানা কমপ্লেক্সে ওই অনুষ্ঠান হয়। এতে ৩টি প্রতিযোগিতায় বিভিন্ন স্তরে বিজয়ী ৫৪ জন শিক্ষার্থীর মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পরে বিশ্ব মুসলিম উম্মাহ্র শান্তি এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া ও মুনাজাত করা হয়। এসময় মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও প্রধান মুহাদ্দিস মাওলানা মাহবুবুর রহমান আশরাফীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন- চান্দিনা পৌর বিএনপির যুগ্ম-আহবায়ক নজরুল ইসলাম, চান্দিনা পৌর এলডিপি সাধারণ সম্পাদক হাজী শাহ আলম, কুমিল্লা উত্তর জেলা জামায়াতে ইসলামীর সহ-সম্পাদক অধ্যাপক আনোয়ার হোসেন, পৌর জামায়াত আমির আবুল হাসেম, চান্দিনা আল-আমিন ইসলামিয়া কামিল মাদ্রাসার দাতা সদস্য মো. শফিকুল ইসলাম, নবিয়াবাদ উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মজিবুর রহমান,...