এশিয়া কাপে বাংলাদেশ এসেছে চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যের কথা জানিয়ে। ক্রিকেটাররা বারবারই বলছেন, লক্ষ্যপূরণে আত্মবিশ্বাসটাও ভালোভাবেই আছে তাঁদের। বাস্তবতা যদিও কঠিন। তাঁদের সম্ভাবনায় আস্থা রাখার মানুষ খুব একটা নেই। বরং নানা জায়গা থেকে ধেয়ে আসছে টিকা-টিপ্পনীও। ভারতের সাবেক ক্রিকেটার রবীচন্দ্রন অশ্বিন যেমন বলেছেন—বাংলাদেশ দল নিয়ে নাকি বলার মতো কিছু পাচ্ছেন না তিনি। ‘বলার মতো’ বলতে এশিয়া কাপে ভালো করার বা ছাপ রাখার সামর্থ্য ও সম্ভাবনা বুঝিয়েছেন অশ্বিন। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বাংলাদেশের সমর্থকদের অনেকে অসন্তোষ প্রকাশ করেছেন। তবে বিষয়টিকে খেলোয়াড়েরা খুব একটা পাত্তা দিচ্ছেন না বোঝাতে গিয়ে তানজিম হাসান বলেছেন, যার যা ইচ্ছা বলতে পারে। শুক্রবার আবুধাবিতে হংকংয়ের বিপক্ষে ৭ উইকেটের জয়ে এশিয়া কাপ শুরু করেছে বাংলাদেশ। আগামীকাল ‘বি’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে নামবে লিটন দাসের দল। এই ম্যাচের...