হাইকোর্টের রিট মামলার আদেশের প্রেক্ষিতে পুনরায় ইউপি চেয়ারম্যান পদ ফিরে পেয়েছেন কক্সবাজারের চকরিয়া উপজেলার ঢেমুশিয়া ইউনিয়ন পরিষদের নির্বাচিত চেয়ারম্যান এসএম মইন উদ্দিন আহমদ চৌধুরী। গতকাল বৃহস্পতিবার রাতে আদালতের আদেশের বিষয়টি নিশ্চিত করেছেন চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আতিকুর রহমান। জানা গেছে, কক্সবাজারের জেলা প্রশাসক মোহাম্মদ সালাহউদ্দিন স্বাক্ষরিত একটি পরিপত্রের মাধ্যমে চলতিবছরের ফেব্রুয়ারী মাসে ইউনিয়ন পরিষদের নাগরিক সেবা নিশ্চিত করণে ইউপি চেয়ারম্যানের অনুপস্থিতির কারণে চকরিয়া উপজেলার ঢেমুশিয়া ইউনিয়ন পরিষদের প্রশাসক হিসেবে উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়। পরবর্তীতে জেলা প্রশাসকের ওই পরিপত্রের আদেশ চ্যালেঞ্জ করে ঢেমুশিয়া ইউনিয়ন পরিষদের অব্যাহতি দেওয়া চেয়ারম্যান মইন উদ্দিন আহমদ চৌধুরী বাদি হয়ে হাইকোর্টে একটি রিট মামলা দায়ের করেন। গত ১২ আগস্ট ওই রিট মামলার শুনানি শেষে মহামান্য হাইকোর্টের একটি বেঞ্চ কক্সবাজার জেলা প্রশাসকের পরিপত্রের মাধ্যমে...