১২ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৫৪ পিএম | আপডেট: ১২ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৫৪ পিএম ময়মনসিংহের তারাকান্দায় চাঞ্চল্যকর কৃষক রফিকুল ইসলাম (৪৫) হত্যা মামলার আসামিদের দ্রুত গ্রেফতারের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। শুক্রবার (১২ সেপ্টেম্বর) জুমআ’র নামাজ শেষে উপজেলার ঢাকুয়া ইউনিয়নের ভালকি নয়াপাড়া গ্রামের স্থানীয় মসজিদ মাঠে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে নিহতের ছেলে ও মামলার বাদী রাকিব মিয়া (২০) বলেন,“গত ১ সেপ্টেম্বর বাড়ির অদূরে বাবার ক্ষতবিক্ষত মরদেহ পাই আমরা। গলায় রশি পেঁচিয়ে ও শরীরের ১১টি স্থানে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে নির্মমভাবে তাকে হত্যা করা হয়। ঘটনার ১১ দিন অতিক্রান্ত হলেও এখনো আসামিদের গ্রেফতার করতে পারেনি পুলিশ। আমি বাবার হত্যাকারীদের দ্রুত গ্রেফতারের দাবি জানাই।” মানববন্ধনে শতাধিক গ্রামবাসী ও স্থানীয় জনপ্রতিনিধিরা অংশ নেন। তারা রফিকুল হত্যা মামলার আসামিদের দ্রুত গ্রেফতারের দাবি জানান। সূত্রে জানা গেছে,...