তিনি বলেন, পুষ্টি বাগান সৃজন প্রতল্পের আওতায় উপজেলার বিভিন্ন ইউনিয়নে সরকারি আশ্রয়ন প্রকল্পে বসবাসরত অন্তত দুইশো পরিবারকে পুষ্টি ও শাকসবজি বাগান করতে কৃষি বিভাগের তরফ থেকে প্রয়োজনীয় সহায়তা উপকরণ দেওয়া হচ্ছে। উপজেলা কৃষি বিভাগের উদ্ভিদ সংরক্ষণ অফিসার মো. মহিউদ্দিন বলেন, চকরিয়া উপজেলা কৃষি বিভাগের তরফ থেকে সরকারি আবাসন প্রকল্পে বসবাসরত অনগ্রসর পরিবারগুলোর পুষ্টির চাহিদা মেটাতে এই উদ্যোগটি নিয়েছেন ইউএনও আতিকুর রহমান। কৃষি বিভাগের মাঠপর্যায়ে নিয়োজিত উপসহকারী কৃষি অফিসাররা বর্তমানে উপজেলার সরকারি আবাসন প্রকল্প এলাকায় গিয়ে পুষ্টি ও শাকসবজি বাগান গুলো তদারকি করছেন। উপজেলা কৃষি বিভাগ সুত্রে জানা গেছে, সৃজিত পুষ্টি বাগান তদারকির পাশাপাশি প্রায় প্রতিদিন উপজেলার বিভিন্ন ইউনিয়নে সরকারি আবাসন প্রকল্প ভিজিট করে বসবাসরত অনগ্রসর পরিবারগুলোর মাঝে কৃষি প্রনোদনা কর্মসুচির আওতায় পুষ্টি ও শাকসবজি বীজ এবং সার বিতরণ করছেন ইউএনও...