গত ৮ জুলাই ঢাকা বিভাগীয় ক্রীড়া সংস্থার নতুন অ্যাডহক কমিটিতে জায়গা হয়েছিল বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুলের। তবে মাত্র দুই মাসের মাথায় কমিটিতে রদবদল এসেছে। আশরাফুলকে বাদ দিয়ে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলকে নেওয়া হয়েছে! বিষয়টি ইতিবাচক হিসেবে দেখছেন আশরাফুল স্বয়ং! আগামী অক্টোবরে অনুষ্ঠিত হবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচন। তার আগেই নির্বাচনী দামামা বেজে উঠেছে। বিশেষ করে কাউন্সিলরশিপ নিয়ে চলছে তোরজোড়। আশরাফুলকে হঠাৎ বাদ দিয়ে বুলবুলকে বিভাগীয় ক্রীড়া সংস্থার কমিটিতে অন্তর্ভুক্তি নিয়ে নির্বাচন সংক্রান্ত ইঙ্গিত মনে করছেন অনেকেই। আশরাফুলের কথাতেও তা পরিষ্কার। আজ বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘আমাকে কমিটি থেকে বাদ দেওয়া হচ্ছে। আমার জায়গায় বুলবুল ভাইকে নেওয়া হবে, তা আমাকে সংশ্লিষ্টরা আগেই জানিয়েছেন। আমি বিষয়টি খারাপভাবে নেইনি। ইতিবাচক দৃষ্টিতে দেখেছি। এছাড়া আমার কাছে মনে হয় বুলবুল...