পাকিস্তানে বন্যাকবলিত এলাকায় উদ্ধারকারীদের নৌকা উল্টে অন্তত ৯ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। বৃহস্পতিবার পূর্বাঞ্চলীয় পাঞ্জাব প্রদেশের মুলতান শহরের কাছে নৌকাটি উল্টে যায় বলে শুক্রবার পাঞ্জাবের দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের বিবৃতির বরাত দিয়ে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। উল্টে যাওয়ার সময় নৌকাটিতে বন্যাকবলিত বিভিন্ন গ্রাম থেকে উদ্ধার করা ২৪ জন ছিল। দুর্ঘটনার পর ১৫ জনকে পানি থেকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়, বলা হয়েছে বিবৃতিতে। উদ্ধারকারী কর্মকর্তারা বলছেন, পাকিস্তানের অনেক গ্রামের লোকজন বাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ে যেতে চান না, বিশেষ করে তাদের গবাদিপশু ছাড়া। এ গবাদিপশু এবং হাঁস-মুরগিই তাদের আয়ের অন্যতম প্রধান উৎস। শেষ পর্যন্ত তাদেরকে জোর করে সরাতে হয়। লোকজন সহযোগিতা না করায় ওই অঞ্চলে উদ্ধার কাজ চালানো বেশ কঠিন হচ্ছে, বলছে কর্তৃপক্ষ। চলতি বছর বর্ষার তুমুল বর্ষণ ও ফুঁসে ওঠা...