দেশের আলোচিত নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী ফিরে গেলেন তার বহুল প্রশংসিত ছবি ‘টেলিভিশন’–এর স্মৃতি রোমন্থনে! সম্প্রতিইডিটোপিয়া নামের একটি পেজথেকে ছবিটির প্রায় এক মিনিটের একটি সম্পাদিত ক্লিপ প্রকাশ করা হয়, যা নিজের ফেসবুক পেজে শেয়ার করেন ফারুকী। আর সেই ক্লিপ থেকেই যেন নস্টালজিয়ায় ভেসে যান তিনি। যা শেয়ার করে ফারুকী লিখেছেন, “বুসান সিনেমা সেন্টারে ‘টেলিভিশন’ এর প্রথম প্রদর্শনীতে ৫ হাজার দর্শকের প্রতিক্রিয়ার কথা মনে হলে আমি এখনো শিহরিত হই। প্রদর্শনীর পর পাশে বসা বহু মহান নির্মাতার আলিঙ্গন ও ভালোবাসা- এসব এখনো আমার সবচেয়ে স্মরণীয় মুহূর্তগুলির একটি। ধন্যবাদ বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবকে (BIFF) ২০১২ সংস্করণের সমাপনী চলচ্চিত্র হিসেবে ‘টেলিভিশন’ বেছে নেওয়ার জন্য!” তিনি আরও জানান, কোনো একদিন হয়তো আবার ফিরে যেতে চান সিনেমার সেই চরিত্র ও লোকেশনে, একটি সিকুয়েলের জন্য। তবে তার...