এশিয়া কাপে হংকংয়ের বিপক্ষে দুর্দান্ত জয়ের পর নিজেদের দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। লঙ্কানদের বিপক্ষে কিছুদিন আগেই সিরিজ জেতায় পূর্ণ আত্মবিশ্বাস নিয়েই মাঠে নামবে লিটন দাসের দল। ভারতের সাবেক ব্যাটার মনে করেন, শ্রীলঙ্কাকে হারাতে পারলে সুপার ফোরে যাবে বাংলাদেশ।এশিয়া কাপের সুপার ফোরে যেতে হলে শ্রীলঙ্কার বিপক্ষে জয় পেতে চাইবে বাংলাদেশ। বাংলাদেশ ইতোমধ্যে একটি ম্যাচ খেললেও এখনো মাঠে নামা হয়নি শ্রীলঙ্কার। তাদের প্রথম ম্যাচ ১৩ সেপ্টেম্বর, বাংলাদেশের বিপক্ষে। অথচ সেটি বাংলাদেশের দ্বিতীয় ম্যাচ। এক ম্যাচ খেলে ফেলায় এবং কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেয়ায় বাংলাদেশকে বাড়তি সুবিধা দেবে বলে মনে করেন ওয়াসিম জাফর।তিনি বলেন, ‘আমার মনে হয় নিশ্চিতভাবে এটা বাংলাদেশকে বাড়তি সুবিধা দেবে। তারা একটা জয় পেয়েছে, কন্ডিশনও একটু বেশ চিনেছে। ম্যাচটা শ্রীলঙ্কার চেয়ে বাংলাদেশের জন্য সহজ হবে।’কন্ডিশনের কারণে ম্যাচটা বাংলাদেশের...