১২ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৪৪ পিএম | আপডেট: ১২ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৪৪ পিএম ইউক্রেনে আক্রমণের দায়ে রাশিয়াকে যদি বিশ্ব ক্রীড়াঙ্গন থেকে নিষিদ্ধ করা হয় তাহলে ফিলিস্তিনের গাজা উপত্যকায় বর্বর গণহত্যার কারণে ইসরায়েলকেও নিষিদ্ধ করা উচিত বলে মনে করেন স্পেনের ক্রীড়ামন্ত্রী পিলার আলেগ্রিয়া। স্পেনের রেডিও স্টেশনকাদেনা এসইআরকে দেওয়া এক সাক্ষাতকারে এমন মন্তব্য করেন আলেগ্রিয়া। ‘এটি ব্যাখ্যা করা ও বোঝা কঠিন যে এখানে দ্বিচারিতা আছে। যখন প্রতিদিন আমরা গণহত্যা, হত্যাযজ্ঞ, ভয়াবহ পরিস্থিতি দেখতে পাচ্ছি, তখন আমার মতে আন্তর্জাতিক ফেডারেশন ও কমিটিগুলোর উচিত ২০২২ সালের (রাশিয়ার) মতো ইসরায়েলের ক্ষেত্রেও একই সিদ্ধান্ত নেওয়া।’ গত ২৩ অগাস্ট স্পেনে শুরু হয়েছে সাইক্লিংয়ের আন্তর্জাতিক টুর্নামেন্ট ভুয়েলতা আ এস্পানিয়া। প্রতিযোগিতার ৮০তম এই আসর শেষ হবে আগামী ১৪ সেপ্টেম্বর। আসরে ইসরায়েল-প্রিমিয়ার টেক নামের একটি দল অংশ নিচ্ছে, যা নিয়ে স্পেনে...