প্রথমবার যখন ক্রিকেট ব্যাট ধরেছিলেন শুবমান গিল, তার বয়স তখন কেবল তিন বছর। গভীর রাত পর্যন্ত টেলিভিশনে খেলা দেখতেন বাবা। ওই বয়সেই ব্যাট হাতে ক্রিকেটারদের অনুকরণ করার চেষ্টা করতেন গিল। সেই থেকে শুরু। বাবার অনেক ত্যাগের বিনিময়ে এখন ভারতীয় টেস্ট দলের অধিনায়ক গিল। পাঞ্জাবের একটি গ্রামে জন্ম গিলের। বাবা লাক্ষিন্দার সিং ছিলেন একজন কৃষক। তবে ক্রিকেট তার কাছে এক আবেগের নাম। নিজেও ক্রিকেটার হতে চেয়েছিলেন তিনি। কিন্তু নানা বাস্তবতায় পারেননি। বাবার সেই স্বপ্নকে ধারণ করে, কঠোর পরিশ্রমে লক্ষ্যে পৌঁছেছেন গিল। অ্যাপল মিউজিক পডকাস্টে পেছনে ফিরে তাকিয়ে শৈশবের গল্প শোনালেন গিল। স্মরণ করলেন একেবারে শুরুর সময়টাকে। পারিবারিক খামার ছিল ছোটবেলায় গিলের খেলার মাঠ। বলা যায়, তার ক্রিকেটের হাতেখড়ির প্রথম আঙিনা। গিলকে বল করার জন্য নিজের কর্মীদের বলতেন বাবা লাক্ষিন্দার। এমনকি ছেলেকে...