ঢাকা: কাতারের ওপর ইসরায়েলের অবৈধ আগ্রাসন শুধু আঞ্চলিক স্থিতিশীলতার জন্য নয়, বরং বৈশ্বিক নিরাপত্তার জন্যও হুমকি সৃষ্টি করছে—জাতিসংঘ নিরাপত্তা পরিষদে এমন হুঁশিয়ারি দিয়েছে পাকিস্তান। একই সাথে ইসরায়েলকে জবাবদিহির আওতায় আনার আহ্বান জানিয়েছে ইসলামাবাদ। শুক্রবার (১২ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। খবর এআরওয়াই নিউজ।প্রতিবেদনে বলা হয়, মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতি নিয়ে নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠকে জাতিসংঘে পাকিস্তানের স্থায়ী প্রতিনিধি আসিম ইফতিখার আহমদ বলেন, হামাসের সাথে আলোচনায় যুক্ত কাতারের মধ্যস্থতাকারীদের লক্ষ্য করেই ইসরায়েল হামলা চালিয়েছে। এটি শান্তি প্রচেষ্টায় নিযুক্ত ব্যক্তিদের নিরাপত্তা এবং ভূমিকার প্রতি সরাসরি হুমকি।তিনি আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ সনদের প্রতি অঙ্গীকার পুনর্ব্যক্ত করার প্রয়োজনীয়তার ওপরও জোর দেন। পাকিস্তান, আলজেরিয়া ও সোমালিয়ার অনুরোধে ডাকা এই বৈঠকটি দক্ষিণ কোরিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।বক্তৃতায় আসিম ইফতিখার বলেন, “পাকিস্তান অবৈধ ও উসকানিমূলক ইসরায়েলি আগ্রাসনের...