রাজধানীর আইডিবি ভবনে অবস্থিত দেশের সর্ববৃহৎ আইটি মার্কেট বিসিএস কম্পিউটার সিটি উদযাপন করলো গৌরবময় ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকী। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) দিনব্যাপী আয়োজনে ছিল বর্ণাঢ্য অনুষ্ঠান, স্মৃতিচারণা ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা। উৎসবমুখর এই আয়োজনে অংশগ্রহণ করে দেশের শীর্ষস্থানীয় প্রযুক্তি ব্র্যান্ডসমূহ— Acer, Dell, Lenovo, Gigabyte, PC Powerসহ আরও অনেকে। উপস্থিত ছিলেন Excel Technologies Ltd., Smart Technologies Ltd., Global Brand pvt ltd., এর প্রতিনিধিরাও, যারা দীর্ঘদিন ধরে বিসিএস কম্পিউটার সিটির সঙ্গে অঙ্গাঙ্গীভাবে যুক্ত। বক্তারা বলেন, বিসিএস কম্পিউটার সিটি শুধু একটি বাজার নয়, এটি ঐতিহ্য ও গৌরবের; যা বাংলাদেশের প্রযুক্তি খাতের বিকাশ ও ডিজিটাল রূপান্তরের অগ্রযাত্রার মূল সহায়ক শক্তি। আগামী দিনগুলোতেও সিটি দেশের তথ্যপ্রযুক্তি বাজারকে আরও সমৃদ্ধ করতে কাজ করে যাবে। অনুষ্ঠানে ব্যবসায়ী, ডিলার, পার্টনার ও গ্রাহকদের প্রাণবন্ত অংশগ্রহণে বিসিএস কম্পিউটার সিটির ২৬ বছর...