সাবেক স্পিনার হরভজন সিং বলেছেন, ভারত ও পাকিস্তানের মধ্যে সম্পর্ক উন্নত না হলে ক্রিকেট কিংবা ব্যবসা হওয়া উচিত নয়। তবে দুই দেশের মধ্যে চলমান যে শীতল সম্পর্ক, তারও একটা অবসান হোক, তা চাইছেন তিনি। এশিয়া কাপে দুবাইতে দুই দেশের লড়াইকে সামনে রেখে তিনি এই মন্তব্য করেন। হরভজন বলেন, ‘ভারত–পাকিস্তান ম্যাচ সবসময় আলোচনায় আসে। কিন্তু অপারেশন সিঁদুর পর সবাই বলেছিল, কোনো ক্রিকেট বা ব্যবসা হওয়া উচিত নয়। আমরা তখন ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লেজেন্ডস খেলছিলাম, পাকিস্তানের বিপক্ষে ম্যাচ খেলিনি।’ এ বছরের শুরুতে পেহেলগামে সন্ত্রাসী হামলায় ২৬ জন পর্যটক নিহত হওয়ার পর ভারত সরকার নীতি নির্ধারণ করে যে পাকিস্তানের সঙ্গে দ্বিপাক্ষিক কোনো খেলা হবে না। তবে বহুজাতিক টুর্নামেন্টে অংশ নেবে ভারত। ব্যক্তিগত মত জানিয়ে হরভজন বলেন, ‘আমার মনে হয়, দুই দেশের সম্পর্ক উন্নত...