ঢাকা: ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে অভিবাসীদের যুক্তরাজ্যমুখী যাত্রা ঠেকাতে নতুন উদ্যোগ নিয়েছে ব্রিটেন। চ্যানেলে ছোট নৌকায় করে প্রবেশ ঠেকাতে ফ্রান্সের উত্তরাঞ্চলীয় উপকূলে সাইনবোর্ড ও পোস্টার লাগানোর সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাজ্য সরকার।এই পোস্টারগুলোতে লেখা থাকবে—‘ওয়ান ইন, ওয়ান আউট’ নীতির আওতায় কেউ যুক্তরাজ্যে প্রবেশ করলে তাকে আবার ফ্রান্সে ফেরত পাঠানো হবে। ব্রিটিশ কর্তৃপক্ষের মতে, এই প্রচারমূলক বার্তা অভিবাসীদের নিরুৎসাহিত করতে ভূমিকা রাখবে।ফ্রান্সের কালে ও ডানকের্কের আশপাশের সৈকতগুলোতে ইংরেজি ও ফরাসি ভাষায় সাইনবোর্ড ও পোস্টার ঝোলানোর পরিকল্পনা করেছে যুক্তরাজ্য। এসব সাইনবোর্ডে অভিবাসীদের সতর্ক করে বলা হবে, ছোট নৌকায় করে ইংলিশ চ্যানেল পাড়ি দিতে গিয়ে তারা চরম ঝুঁকির মুখে পড়ছেন।পোস্টারগুলোতে আরও উল্লেখ থাকবে, পাচারকারী চক্রগুলো অভিবাসীদের বিভ্রান্ত করছে এবং যুক্তরাজ্যে প্রবেশের সুযোগ নিয়ে ভুল তথ্য ছড়াচ্ছে। ব্রিটেনের দাবি, এসব বার্তার মাধ্যমে অভিবাসীদের এই বিপজ্জনক যাত্রা...