ফুটবলকে শিল্পের পর্যায়ে নিয়ে গিয়েছিলেন ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদিনহো। তার জাদুকরী পায়ের ছোঁয়ায় মুগ্ধ করেছেন দর্শকদের। এই ফুটবল জাদুকরের ছেলে জোয়াও মেন্ডেসও বাবার পথ ধরেই পেশাদার ফুটবলের স্বপ্ন বুনেছেন ছোটবেলা থেকে। ইংলিশ ক্লাব বার্নলিতে এক মৌসুম কাটোনোর পর আরেক ইংলিশ চ্যাম্পিয়নশিপ ক্লাব হাল সিটির সঙ্গে এক বছরের চুক্তি করেছেন মেন্ডেস। ১০ বছর বয়সে ফ্ল্যামেঙ্গোর একাডেমিতে পা রাখেন মেন্ডেস। এখান থেকেই তার ফুটবলের পথচলা শুরু। পরে ভাস্কো দা গামা ও ক্রুজেইরোর একাডেমির হয়ে খেলেছেন। এরপর বাবা রোনালদিনহোর পথ ধরে ২০২৩ সালে যোগ দেন বার্সেলোনার একাডেমিতে। বাবা রোনালিদিনেহো স্প্যানিশ ক্লাব বার্সেলোনার হয়ে মাঠ মাতিয়েছেন দীর্ঘদিন। তবে ছেলে বার্সেলোনাতে থিতু হতে পারেননি। ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে এক ট্রায়ালে মুগ্ধ করার পর ২০২৩ সালে বার্সেলোনার একাডেমি ‘লা মাসিয়া’তে যোগ দেন। উদ্দেশ্য ছিল বাবার পথ ধরে কাতালান...