১২ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৫৮ পিএম | আপডেট: ১২ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৫৮ পিএম সাইবার নিপীড়ন রোধ, বট-ফেক আইডি নিয়ন্ত্রণ ও নিরাপদ অনলাইন ক্যাম্পাস পরিবেশ নিশ্চিতে ৭ দফা সাইবার সুরক্ষা নীতি প্রস্তাব দিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনকে কেন্দ্র করে নারী প্রার্থীরা। শুক্রবার (১২ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টায় বিশ্ববিদ্যালয়ের পরিবহন মার্কেটে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তারা এ প্রস্তাব ঘোষণা করেন। তাদের দাবিগুলো হলো—পূর্ণাঙ্গ অফিশিয়াল সাইবার সুরক্ষা নীতি প্রণয়ন, নারীবান্ধব অবকাঠামো ও নিরাপত্তা ব্যবস্থা জোরদার, ২৪ ঘণ্টার সাইবার সেফটি ও জেন্ডার রেসপন্স সেল গঠন, বট/ফেক আইডি নিয়ন্ত্রণ ও গ্রুপ অ্যাক্সেস যাচাই বাধ্যতামূলক করা, শিক্ষার্থীদের গোপনীয়তা সুরক্ষা নীতি কার্যকর করা, নিয়মিত ডিজিটাল লিটারেসি ও সাইবার সেফটি প্রশিক্ষণ আয়োজন, প্রতিটি বিভাগ ও হলের জন্য ভেরিফায়েড অফিসিয়াল চ্যানেল চালু করা ভিপি প্রার্থী তাসিন খান...