১২ সেপ্টেম্বর ২০২৫, ০৪:২১ পিএম | আপডেট: ১২ সেপ্টেম্বর ২০২৫, ০৪:২১ পিএম বেশ কিছুদিন ধরেই চলছিল গুঞ্জন। অবশেষে এলো অনুষ্ঠানিক ঘোষণা। ম্যানচেস্টার ইউনাইটেড ছেড়ে তুরস্কের ক্লাব ট্রাবজানস্পরে যোগ দিয়েছেন গোলরক্ষক আন্দ্রে ওনানা। ২৯ বছর বয়সী ক্যামেরুনের গোলকিপার অবশ্য নতুন ঠিকানায় যোগ দিয়েছেন মৌসুমের বাকি সময়ের জন্য। তুরস্কের ট্রান্সফার উইন্ডো শেষ হওয়ার আগের দিন বৃহস্পতিবার ঘোষণা করা হয় ওনানার দল বদলের খবর । ইএসপিএন বলছে, এই ধারের চুক্তিতে কোনো ফি নেই। তবে ধারের সময়টায় ওনানার পারিশ্রমিকের কোনো অংশ ইউনাইটেডকে দিতে হবে না। ভবিষ্যতে পাকাপাকি চুক্তির কোনো শর্তও নেই। কিছুদিন আগে সানে লমেন্স যোগ দেন ইউনাইটেডে। বেলজিয়ান এই গোলকিপারকে গিয়ে ইউনাইটেডের গোলকিপার হয়ে যায় চারজন। ক্লাব চারজনকে রাখতে আপত্তি না জানালেও নিজের ভবিষ্যৎ বুঝে যান ওনানা। ইংলিশ প্রিমিয়ার লিগে এই মৌসুমে ইউনাইটেডের...