জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোট গণনায় দায়িত্ব পালন করতি গিয়ে অসুস্থ হয়ে চারুকলা অনুষদের সহকারী অধ্যাপক জান্নাতুল ফেরদৌসের মৃত্যুর ঘটনায় শোক প্রকাশ করে হাতে ভোট গণনার পদ্ধতির সমালোচনা করেছেন ‘স্বতন্ত্র শিক্ষার্থী সম্মিলন’প্যানেলের ভিপি প্রার্থী আব্দুর রশিদ জিতু। শুক্রবার সকালে জাকসু সিনেট ভবনে ভোট গণনা কার্যক্রমে অংশ নেন শিক্ষক জান্নাতুল। সেখানে অসুস্থ হয়ে তার মৃত্যু হয়। শুক্রবার বেলা ২টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে তার জানাজা অনুষ্ঠিত হয়। তার আগে প্রিয় শিক্ষিকা জান্নাতুলকে শেষবারের মত দেখতে সেখানে ভিড় করেন শিক্ষার্থীরা। ডাকসু নির্বাচনের বিভিন্ন পদের প্রার্থীরাও যান। জানাজার আগে ‘স্বতন্ত্র শিক্ষার্থী সম্মিলন’প্যানেলের ভিপি প্রার্থী আব্দুর রশিদ জিতু বলেন, “তথ্য প্রযুক্তির এ যুগে এসেও যদি আমরা ‘ম্যানুয়াল’পদ্ধতিতে পড়ে থাকি তাহলে সেটি আমাদের জন্য জটিল হয়ে যায়। “আমরা দেখেছি...