পোল্যান্ডের আকাশসীমায় রাশিয়ার ড্রোন অনুপ্রবেশের ঘটনায় ন্যাটো জোটের পূর্ব সীমান্ত সুরক্ষিত করতে বেশ কয়েকটি সদস্য রাষ্ট্র সেনা, কামান ও বিমান প্রতিরক্ষা ব্যবস্থা পাঠাচ্ছে। বুধবার (১০ সেপ্টেম্বর) ভোরে পোল্যান্ডের আকাশসীমা অতিক্রম করার পর তিনটি রুশ ড্রোন গুলি করে ভূপাতিত করা হয়। এই ঘটনাকে ২০২২ সালে ইউক্রেনে রাশিয়ার আক্রমণের পর সবচেয়ে গুরুতর ঘটনা হিসেবে দেখা হচ্ছে। শুক্রবার (১২ সেপ্টেম্বর) ড্রোন অনুপ্রবেশের পর নেদারল্যান্ডস, চেক প্রজাতন্ত্র, জার্মানি, ফ্রান্স ও যুক্তরাজ্য পোল্যান্ডকে সহায়তার প্রস্তাব দিয়েছে। এদিকে, নেদারল্যান্ডস ও চেক প্রজাতন্ত্র পোল্যান্ডে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, কামান, হেলিকপ্টার ও ৪০০ জনের বেশি সৈন্য পাঠাচ্ছে। জার্মানি পোল্যান্ডের ওপর তাদের বিমান পুলিশিং কার্যক্রম বাড়াবে বলেছে। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ পোল্যান্ডের আকাশসীমা রক্ষায় তিনটি রাফায়েল যুদ্ধবিমান পাঠানোর ঘোষণা দিয়েছেন। তিনি বলেন, আমরা রাশিয়ার ক্রমবর্ধমান হুমকির কাছে নতি স্বীকার করব...