নিজেদের স্বার্থে কিছুটা ছাড় দিয়ে ফ্রান্সের সঙ্গে চুক্তি করতে যাচ্ছে ইরান। এমন তথ্য জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। চুক্তি সম্পন্ন হলে এক নারী বিজ্ঞানীকে ফিরে পাবে তেহরান। খবর ফ্রান্স টুয়েন্টিফোরের।ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বৃহস্পতিবার বলেছেন, ফ্রান্সে আটক এক ইরানি নারীর বদলে ইরানে আটক ফরাসি বন্দিদের বিনিময়ের চুক্তি প্রায় সম্পন্ন হওয়ার পথে। প্রস্তাবিত বিনিময়ে মাহদিহ এসফান্দিয়ারিকে মুক্তি দিবে ফ্রান্স। তিনি ফেব্রুয়ারিতে ফ্রান্সে সামাজিক যোগাযোগমাধ্যমে সন্ত্রাসবাদ প্রচারের অভিযোগে গ্রেপ্তার হয়েছিলেন।আরাঘচি আরও বিস্তারিত কিছু না জানিয়ে একটি টেলিভিশন সাক্ষাৎকারে বলেছেন, আমরা প্রচুর তৎপরতা চালিয়েছি। আমি এখন বলতে পারি যে, আমরা এমন এক পর্যায়ে পৌঁছেছি যেখানে ইরানে আটক ফরাসি দুই বন্দির বিনিময়ে মাহদিহের মুক্তির চুক্তি চূড়ান্ত পর্যায়ে। ইরান বারবার তার (মাহদিহ) মুক্তির দাবি জানিয়েছে। তাকে অন্যায়ভাবে আটক করা হয়েছে বলে অনেক যুক্তি দিয়েছে।ফ্রান্স বলেছে,...