গত মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্রসংসদ (ডাকসু) নির্বাচন হয়েছে। নির্বাচনের দিন দুপুর ১২টার দিকে নিরাপত্তার দায়িত্বে থাকা ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের শিক্ষক ও সহকারী প্রক্টর শেহরীন আমিন মোনামির সঙ্গে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন ছাত্রদল সমর্থিত প্যানেলের জিএস প্রার্থী ছিলেন তানভীর বারী হামিম। এ ঘটনার পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি নিয়ে আলোচনা-সমালোচনা চলছে। বৃহস্পতিবার রাতে ঘটনার সময়কার পরিস্থিতি নিয়ে ‘ফেস দ্যা পিপল’ নামে একটি ইউটিউব চ্যানেলের টক শোতে কথা বলেন শিক্ষক শেহরীন আমিন মোনামি ও তানভীর বারী হামিম। সেখানে তানভীর বারী হামিম বলেন, ডাকসু নির্বাচনের দিন মোনামি ম্যামের সঙ্গে আমার যখন কথোপকথন হয়েছে তার আগেও কিন্তু দুই-তিনটি কাহিনী ঘটে গেছে। প্রথমেই সকালে যখন নির্বাচনটি শুরু হয়েছে, তখন আমাদের যে ভিপি পদপ্রার্থী ছিলেন তিনি (আবিদুল) একটি কেন্দ্রে প্রবেশ করেন। সেটি...