কেন সার্বিয়া ছাড়ছেন জকোভিচ?সার্বিয়ার প্রেসিডেন্ট আলেকসান্দার ভুচিচের সরকারের বিরুদ্ধে আন্দোলনে সমর্থন জানানোয় দেশটির শাসক–সমর্থিত গণমাধ্যমের টার্গেটে পরিণত হয়েছেন জকোভিচ। ২০২৪ সালের নভেম্বরে এক রেলস্টেশনের ছাদ ধসে ১৬ জন নিহত হওয়ার পর সার্বিয়া জুড়ে যে বিক্ষোভ শুরু হয়, সেখানে তিনি খোলাখুলি সহমর্মিতা প্রকাশ করেন।আরো পড়ুন:দ্বিতীয়বার ইউএস ওপেনের মুকুট পরলেন আলকারাজইতিহাসের পাতায় নতুন রাজকন্যা, উইম্বলডনের ঘাসে শিয়নটেকের রাজত্ব ইতিহাসের পাতায় নতুন রাজকন্যা, উইম্বলডনের ঘাসে শিয়নটেকের রাজত্ব ডিসেম্বরে এক্স (টুইটার)-এ দেওয়া বার্তায় লিখেছিলেন, “সার্বিয়ার অসাধারণ সম্ভাবনা আছে, আর শিক্ষিত তরুণরাই এর সবচেয়ে বড় শক্তি। আমাদের সবার দরকার বোঝাপড়া ও সম্মান। আপনাদের সঙ্গে আছি- নোভাক।” এরপর পুলিশের দমন–নীতিরও কড়া সমালোচনা করেন তিনি। এর জের ধরেই সরকার–ঘনিষ্ঠ মিডিয়া তাকে ‘ভুয়া দেশপ্রেমিক’ বলে কটাক্ষ করতে শুরু করে। এই আক্রমণাত্মক প্রচারণাই পরিবারকে অন্য দেশে নিয়ে যাওয়ার ভাবনায়...