গত কয়েকদিন ধরে চাঁদটাকে বাড়তে দেখছিলাম। চাঁদ বাড়ছিল সমুদ্রের উপর, পাহাড়ের উপরে। জনবহুল শহরের উপর। একটু একটু করে, বাঁকা মুখটা গোল হয়ে উঠছিল। গতরাতে অনেক পথ পেরুতে পেরুতে, রাস্তার উপর থেকে দেখছিলাম,ভরা পূর্ণিমার চাঁদ একটু একটু করে ঢেকে যাচ্ছিল পৃথিবীর ছায়ায়। গ্রহন লাগছিল চাঁদের বুকে। ঝলমলে চাঁদের আলো খেয়ে ফেলছিল পৃথিবী, ছায়া...