শুভ ছিলো জন্ম মিতা। শুভ হোক জন্মদিন। আজ কতজন কতকেউ রাতদিন গাইছে রবীন্দ্রসঙ্গীত। তবে কেন আমি ভুলতে পারিনা শ্রদ্ধাবর ওয়াহিদুল হকের ভাইঝি ও বন্ধু যুবরাজের স্ত্রী আমার প্রিয়জন দেশের সবচেয়ে সহজ সরল মানুষ বাংলাদেশের প্রধাণ রবীন্দ্রসঙ্গীত শিল্পী মিতা হকের কন্ঠে শোনা তার গান। আসলে নিজের খ্যাতির জন্যে যারা রবীন্দ্রসঙ্গীত গান তারা ঠিকই তারকা খ্যাতি পান। চিরায়ত সে খ্যাতি কি থাকে! অন্তত রবীন্দ্রনাথের গান করতে গেলে অন্তরে ভরপুর মমত্ববোধ থাকতে হয় অন্তরে। আমি শুধু আমি থেকে বেরিয়ে আসতে হয়। প্রিয় মিতা হক তেমনি একজন এমনি এসব থেকে বেরিয়ে আসা মনুষ্য ছিলো। মিতার মমত্ববোধের একটা নমুনাদি। দীর্ঘদিন পর টরন্টো থেকে দেশে গিয়েছি বইমেলা,পহেলা বৈশাখ সব হয়ে গেছে আমার ফেরার দিন ঘনিয়ে এসেছে। তখনি শুনলাম মিতা কিছুটা অসুস্থ। ভাবলাম একবার দেখা করে যাই।...