বলিউড অভিনেত্রী কারিশমা কাপুরের সাবেক স্বামী ও প্রয়াত শিল্পপতি সঞ্জয় কাপুরের ৩০ হাজার কোটি টাকার সম্পত্তি নিয়ে চলমান আইনি বিরোধে নতুন তথ্য উঠে এসেছে। এবার প্রকাশিত হোয়াটসঅ্যাপ চ্যাট ও নথি থেকে জানা যাচ্ছে, জীবদ্দশায় সঞ্জয় আসলে কারিশমা ও তাদের দুই সন্তান সামিরারা ও কিয়ানকে পর্তুগালের নাগরিকত্ব পেতে সহায়তা করছিলেন। নিউজ১৮-এর প্রতিবেদন অনুযায়ী, দিল্লি হাইকোর্টে কারিশমার সন্তানদের দায়ের করা দেওয়ানি মামলার সঙ্গে সংযুক্ত করা হয়েছে ওই চ্যাট ও নথিপত্র। সেখানে দেখা যাচ্ছে, সঞ্জয় নিজে কারিশমা ও সন্তানদের পর্তুগিজ নাগরিকত্ব নিতে উৎসাহিত করছিলেন। এমনকি এক আলোচনায় তিনি কারিশমাকে জানান, পর্তুগিজ পাসপোর্ট নিতে চাইলে ভারতীয় নাগরিকত্ব ছাড়তে হবে, কারণ ভারত দ্বৈত নাগরিকত্ব অনুমোদন করে না। গত বুধবার দিল্লি হাইকোর্টে মামলাটির শুনানি হয়। বিচারপতি জ্যোতি সিং অভিযুক্ত পক্ষকে সমন জারির নির্দেশ দেন এবং দুই...