দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আজ শুক্রবার ওমানের বিপক্ষে ম্যাচ দিয়ে এশিয়া কাপ মিশন শুরু করবে পাকিস্তান। বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় শুরু হবে ম্যাচটি। সালমান আলি আগাদের পরের ম্যাচ ভারতের বিপক্ষে আগামী ১৪ সেপ্টেম্বর। বরাবরের মতো এবারও এশিয়া কাপের মূল আকর্ষণ ভারত-পাকিস্তান ম্যাচ। ওমানের বিপক্ষে ম্যাচের আগে পাকিস্তানের হেড কোচ মাইক হেসনের সংবাদ সম্মেলন থেকেও সেটি প্রমাণিত হয়েছে। কেননা, ওমানের বিপক্ষে খেলা হলেও সংবাদ সম্মেলনে বেশি আলোচনা হয়েছে ১৪ সেপ্টেম্বরের ম্যাচ নিয়েই। হেসন স্বীকার করেছেন, বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন এবং টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে শীর্ষে থাকা ভারতের বিপক্ষে কঠিন চ্যালেঞ্জিং হবে। তবে পাকিস্তান সেই লড়াইয়ের জন্য প্রস্তুত। পাকিস্তানের কোচ বলেন, ‘আমরা জানি ভারত যথেষ্ট আত্মবিশ্বাসী, আর সেটা তাদের পারফরম্যান্সের কারণেই। আমরা দল হিসেবে প্রতিদিন উন্নতির দিকে নজর দিচ্ছি এবং খুব বেশি এগিয়ে চিন্তা করছি...