বিগত কয়েক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ অস্থিরতার মুখোমুখি নেপাল। শ্রীলঙ্কা হয়ে বাংলাদেশের পর এবার জেন-জি ঝড়ে টালমাটাল হিমালয় কন্যা। মাত্র দুইদিনের বিক্ষোভে ধসে গেছে পুরো দেশের শাসন ব্যবস্থা। মন্ত্রী-এমপিদের বাসভবন, সরকারি বিভিন্ন স্থাপনাসহ সংসদ ভবন এলাকায় আগুন ধরিয়ে দেন বিক্ষোভকারীরা। পরিস্থিতি এতটাই ভয়ংকর রূপ ধারণ করে যে, পদত্যাগ করতে বাধ্য হন নেপালের কমিউনিস্ট প্রধানমন্ত্রী কেপি শর্মা অলি। সরকারের প্রায় সব মন্ত্রীই হয় দেশ ছেড়ে পালিয়েছেন, নয়তো আত্মগোপনে আছেন। এই মুহূর্তে কোনো কার্যকর সরকার নেই নেপালে। অরাজকতা চলছে পুরো দেশজুড়ে। কারফিউ জারি করেও হিমশিম খেতে হচ্ছে আইনশৃঙ্খলা বাহিনীকে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ও নতুন সরকার গঠনে বিক্ষোভকারীদের সঙ্গে আলোচনার উদ্যোগও নিয়েছে সেনাবাহিনী। চলমান এ অস্থির পরিস্থিতিতে নিহতের সংখ্যা বেড়ে ৫১ পৌঁছে গেছে ইতোমধ্যে। এছাড়া, বিক্ষোভের সুযোগে জেল ভেঙে পালিয়ে বেড়াচ্ছে সাড়ে ১২...