হঠাৎ করেই ক্রিকেট পাড়া হয়ে গেছে দুই ভাগ। আমিনুল ইসলাম বুলবুল বনাম তামিম ইকবাল, একটা অনাকাঙ্ক্ষিত লড়াই দাঁড়িয়ে গেছে। ক্রিকেট পাড়ায় এখন আলোচনার বিষয় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচন। নির্বাচনে অংশ নিচ্ছেন বর্তমান বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। সম্ভাব্য প্রার্থী হিসেবে তামিম ইকবালের নামও উঠে এসেছে। বুলবুল বাংলাদেশের প্রথম অধিনায়ক, তামিমও তিন সংষ্করণেই অধিনায়কত্ব করেছেন। চলতি বছর জাতীয় দল থেকে অবসর নিয়েছেন তিনি। সবচেয়ে শক্ত প্রতিদ্বন্দ্বী হিসেবে ঘুরেফিরে আসছে এই দুজনের নামই। নির্বাচনকে ঘিরে বাংলাদেশ জাতীয় দলের সাবেক দুই অধিনায়কের মধ্যে চলছে প্রকাশ্য লড়াই। নির্বাচন যত ঘনিয়ে আসছে, দুজনের মাঝে উত্তেজনাটাও তত বাড়ছে। কদিন আগে দেশের শীর্ষস্থানীয় একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তামিম জানিয়েছিলেন, স্বচ্ছ নির্বাচন দিতে এখনই বুলবুল ভাইয়ের পদত্যাগ করা উচিত। আরেকটি শীর্ষস্থানীয় সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে তামিমকে নিয়ে অবশ্য...