জেন-জিদের আন্দোলনের জেরে প্রধানমন্ত্রী পদ থেকে ইতিমধ্যেই ইস্তফা দিয়ে দেশ ছেড়েছেন কেপি শর্মা ওলি। এই পরিস্থিতিতে দেশটিতে অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী নিয়োগের জন্য তৎপরতা শুরু হয়েছে। এই সম্ভাব্য তালিকায় সবার শীর্ষে রয়েছেন জেন-জিদের পছন্দের প্রার্থী দেশটির প্রথম ও একমাত্র সাবেক মহিলা প্রধান বিচারপতি সুশীলা কার্কি। শুক্রবার (১২ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স। দেশটির অন্তর্বর্তী সরকারের প্রধান কে হবেন, তা নির্ধারণ করতে জেন-জি বিক্ষোভকারী, সেনাবাহিনী এবং প্রেসিডেন্টের মধ্যে বুধবার থেকেই আলোচনা শুরু হয়েছে। বিক্ষোভকারীদের পক্ষ থেকে অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী হিসেবে কাঠমান্ডুর মেয়র বলেন্দ্র বালেন শাহ এবং নেপালের সুপ্রিম কোর্টের সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কির নাম প্রস্তাব করা হয়েছিল। তবে বালেন শাহ তার নাম প্রত্যাহার করেছেন। পরে আলোচনায় আরেকটি নাম উঠে আসে, তিনি হলেন নেপালের বিদ্যুৎ সংকট সমাধানকারী প্রকৌশলী...