কাতারে ইসরায়েলি হামলার পর সংহতি জানাতে একদিনের সফরে দেশটির রাজধানী দোহায় পৌঁছেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। গত মঙ্গলবারের এই হামলার পর কুয়েত, জর্ডান এবং সংযুক্ত আরব আমিরাতের নেতাদের পর বিদেশি রাষ্ট্রপ্রধান হিসেবে কাতার সফর করেছেন তিনি। রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম রেডিও পাকিস্তান জানিয়েছে, বৃহস্পতিবার সকালে দোহায় বিমানবন্দরে পৌঁছান প্রধানমন্ত্রী শেহবাজ। সেখানে তাকে স্বাগত জানান কাতারের উপ-প্রধানমন্ত্রী এবং প্রতিরক্ষা বিষয়ক প্রতিমন্ত্রী শেখ সৌদ বিন আব্দুল রহমান বিন হাসান আল থানি। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, এই সফর কাতারের নিরাপত্তা ও সার্বভৌমত্বের প্রতি পাকিস্তানের অটল সমর্থন এবং মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতার প্রতি তার অঙ্গীকারকে তুলে ধরবেন শেহবাজ শরীফ। এতে আরও বলা হয়, প্রধানমন্ত্রীর সঙ্গে আছেন উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার, প্রতিরক্ষা মন্ত্রী খাজা মুহাম্মদ আসিফ, তথ্য ও সম্প্রচার মন্ত্রী আতাউল্লাহ তারার এবং...