মিথ্যা তথ্য দিয়েছিলেন পলাতক স্বৈরাচার হাসিনার ভাগনি টিউলিপ সিদ্দিক।তিনি বাংলাদেশের নাগরিক নন বলে যে তথ্য দিয়েছিলেন সেটি সঠিক নয়। তার ট্যাক্স ফাইল ও ব্যাংক হিসাবের সন্ধান মিলেছে। তার বিষয়ে আরও চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসছে। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিট এসব বিষয়ে অনুসন্ধান শুরু করেছে। টিউলিপ সিদ্দিকির পুরো নাম টিউলিপ রেজওয়ানা সিদ্দিক। তিনি একজন বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক। ২০১৫ সালের সাধারণ নির্বাচনে লন্ডনের হ্যামস্টেড অ্যান্ড কিলবার্ন আসন থেকে পার্লামেন্ট সদস্য নির্বাচিত হন। এছাড়া তিনি ট্রেজারির অর্থনৈতিক সেক্রেটারি এবং সিটি মন্ত্রী হিসাবে ২০২৪ সালের ৯ জুলাই থেকে ২০২৫ সালের ১৪ জানুয়ারি পর্যন্ত দায়িত্ব পালন করেন।দীর্ঘদিন ধরে তিনি যুক্তরাজ্যেই বসবাস করে আসছেন। টিউলিপ সিদ্দিক বাংলাদেশে ট্যাক্স ফাইল ওপেন করার সময় ‘নিবাসী’ কলাম পূরণ করেন। অর্থাৎ নিবাসী হতে হলে তাকে...