১২ সেপ্টেম্বর ২০২৫, ০৩:১৪ পিএম | আপডেট: ১২ সেপ্টেম্বর ২০২৫, ০৩:১৪ পিএম লক্ষ্মীপুরের রায়পুরে একটি প্রাথমিক বিদ্যালয়ের পাশে পড়ে থাকা পল্লী বিদ্যুৎ সমিতির ছেঁড়া তারে জড়িয়ে মো. ইসমাইল (১০) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) দুপুরে রায়পুর উপজেলার উত্তর চরবংশী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের পূর্ব চরবংশী সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ ঘটনা ঘটে। ওইদিন রাতে দ্বন্দ্ব শিশুটিকে ঢাকায় নেওয়ার পথে মৃত্যু হয় তার। ইসমাইল ওই বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী এবং চরবংশী গ্রামের পাটওয়ারী বাড়ির নির্মাণ শ্রমিক সফিকুল ইসলামের ছেলে। স্থানীয়দের অভিযোগ, বিদ্যুতের ছেঁড়া তারের বিষয়ে পল্লী বিদ্যুৎ সমিতি ব্যবস্থা না নেওয়ায় এমন দুর্ঘটনা ঘটেছে। এ ঘটনায় সমিতির লোকজনের অবহেলাকে দায়ী করা হচ্ছে। তারা জানায়, বিদ্যালয়ের পাশে থাকা একটি বৈদ্যুতিক খুঁটি থেকে তারটি ছিঁড়ে পড়ে। বৃহস্পতিবার সকালের দিকে এলাকার...